
মহম্মদপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, এক আসামি গ্রেপ্তার
মাগুরার মহম্মদপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পারিবারিক ও সামাজিক উদ্যোগে ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়। কয়েক মাস সংসার করার পর পারিবারিক বিরোধের কারণে ভুক্তভোগী তার বাবার বাড়িতে অবস্থান করছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় পুনরায় একসঙ্গে বসবাসের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে মাগুরা সদর থানাধীন ইছাখাদা বাজার এলাকায় ডেকে নেওয়া হয়। সেখান থেকে তাকে মহম্মদপুর উপজেলার রাড়ীখালী এলাকায় নিয়ে যাওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, সেখানে ভুক্তভোগীর সম্মতি ছাড়া তার সঙ্গে অনৈতিক ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে উদ্ধার করা হয় এবং থানায় মামলা দায়ের করা হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : এ কে এম মাজেদুল আলম (ইভান) 














