মাগুরা নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে নাকোল বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মুরগির দোকান, সবজি ব্যবসা, চাল, তেল, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের একাধিক প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় নাকোল বাজারের মেসার্স জীবনানন্দ স্টোর-এ ব্যাপক অনিয়ম ধরা পড়ে।
তদারকিতে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেটসহ বিভিন্ন পণ্য মজুত করে রাখা হয়েছে, যা স্থানীয় গ্রামের দোকানগুলোতে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া গত নয় মাস ধরে দোকানে কোনো মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খোলা অবস্থায় খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আরও জানা যায়, প্রতিষ্ঠানটির ব্যবসা লাইসেন্সের মেয়াদ ছয় মাস আগে শেষ হয়েছে।
এসব অপরাধের দায়ে দোকানটির মালিক প্রমিত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮, ৪৩ ও ৫১ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্য জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে জরিমানা করা হয়। পরে বাজারের অন্যান্য সবজি, মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা এবং মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি দল।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।