
হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বহুগুণ বৃদ্ধির প্রতিবাদে মাগুরা পৌর প্রশাসকের কাছে বণিক সমিতির স্মারকলিপি
মাগুরা প্রতিনিধি :
হোল্ডিং ট্যাক্সসহ মাগুরা পৌরসভার বিভিন্ন করের হার নতুন করে বহুগুণে বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মাগুরা পৌরসভার পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে মাগুরা পৌর এলাকার বণিক সমাজ।
বুধবার (২৪ শে ডিসেম্বর ২০২৫ ) মাগুরা পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রতিষ্ঠান বণিক সমিতির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দেশের চলমান অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মানুষের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে অতিরিক্ত কর আরোপকে জনগণের জন্য অসহনীয় ও সাধ্যের বাইরে বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, দেশের এই ক্লান্তিকালীন সময়ে সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে, ঠিক তখনই হোল্ডিং ট্যাক্সসহ পৌরসভার বিভিন্ন কর বহুগুণ বাড়ানো জনজীবনে মারাত্মক চাপ সৃষ্টি করবে। তাই এই কর বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত শিথিল ও পুনর্বিবেচনার জোর দাবি জানানো হয়।
পৌরবাসীর পক্ষে বণিক সমিতির আহ্বায়ক হুমায়ুন কবির (রাজা)-এর নেতৃত্বে বণিক সমিতির একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি পৌর প্রশাসকের হাতে তুলে দেন। এ সময় বণিক নেতারা বলেন, কর বৃদ্ধির আগে পৌরসভার সেবার মান উন্নয়ন ও দৃশ্যমান জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিশ্চিত করা প্রয়োজন।
স্মারকলিপি গ্রহণ করে মাগুরা পৌরসভার পৌর প্রশাসক প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
এদিকে অতিরিক্ত কর আদায়ের বিপরীতে পৌরসভার পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য নতুন সেবা বা উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান নয়। বরং দিন দিন পৌরসভার সেবার মান নিম্নমুখী হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী ও পৌরবাসীরা। রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মান প্রত্যাশিত পর্যায়ে নেই বলেও তারা দাবি করেন।
বণিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে যদি কর বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, তাহলে পৌরবাসী ও ব্যবসায়ী সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
সচেতন মহল মনে করছেন, বর্তমান বাস্তবতায় কর বৃদ্ধি নয় বরং জনবান্ধব নীতি ও সেবার মানোন্নয়নই হওয়া উচিত পৌরসভার প্রধান লক্ষ্য।

প্রকাশক ও সম্পাদক : এ কে এম মাজেদুল আলম (ইভান) 














