মাগুরায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড আদায়
মাগুরা প্রতিনিধিঃ
২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে মাগুরা সদর উপজেলার ৩ নং ওয়ার্ডের মোকামমোড় এলাকায় অবস্থিত মা ব্রিকস নামের একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটাকে অর্থদণ্ড প্রদান করা হয়। ভাটাটি পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকাসহ আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করছিল বলে জানা যায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মাগুরা সদর, মাগুরা। অভিযানের সময় ভাটার কার্যক্রম পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।