মাগুরা সদরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি:
আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫ বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মাগুরা সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম।
এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৩টি মামলায় ৭,০০০/- (সাত হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।