
মাগুরায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও প্রচারণা সামগ্রী অপসারণ
মাগুরা প্রতিনিধি:
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মাগুরা সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে মাগুরা সদর উপজেলার পুলিশ লাইন, ছোটব্রিজ, দরগারোড, ইছাখাদা বাজার, নড়িহাটি এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মাগুরা সদর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম।
অভিযানকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ০১টি মামলায় অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি বিধি বহির্ভূত বিভিন্ন নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়।
স্থানীয় সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এ ধরনের কার্যক্রম দেশের প্রচলিত নির্বাচনী প্রচারণা ব্যবস্থার তুলনায় ব্যতিক্রমধর্মী ও কার্যকর। এতে একদিকে নির্বাচনী পরিবেশ শৃঙ্খলিত হচ্ছে, অন্যদিকে অপ্রয়োজনীয় প্রচারণা ব্যয় কমে দেশের কোটি কোটি টাকা সাশ্রয় হচ্ছে বলে তারা মন্তব্য করেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : এ কে এম মাজেদুল আলম (ইভান) 














