বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাগুরা জেলা বণিক সমিতির উদ্যোগে দোয়া ও প্রার্থনা সভা
মাগুরা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে মাগুরা জেলা বণিক সমিতি।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় বণিক সমিতির আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় আগামীকাল ১লা জানুয়ারি, বৃহস্পতিবার মাগুরা শহরে পৃথক দুটি ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী,
জোহরের নামাজের পর মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া একই দিন সন্ধ্যা ৬টায় বণিক সমিতির হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্যোগে কালী মন্দিরে বেগম খালেদা জিয়ার স্মরণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
উভয় ধর্মীয় কর্মসূচিতে সর্বস্তরের ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বণিক সমিতি।
বণিক সমিতির নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারাল। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একাত্ম হয়ে দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানান তারা।