, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৭ পড়া হয়েছে

 

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

 

মাগুরা প্রতিনিধি

 

আজ রবিবার (৭ সেপ্টেম্বর)২০২৫ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক ও মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে নতুন বাজারে মেসার্স বিপ্লব ট্রেডার্স নামক বীজ ও সারের দোকানে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বীজ জব্দ করা হয়। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি ও ভাউচার প্রদান না করাসহ নানা অনিয়মের কারণে দোকানটির মালিক বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

এছাড়া ঢাকা রোডে মেসার্স অজয় বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় কৃষকের সঙ্গে প্রতারণার প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটির মালিক বাবুল সরকার বিভিন্ন জায়গা থেকে পেয়াজের বীজ সংগ্রহ করে টেস্ট রিপোর্ট ও বীজ অফিসের প্রত্যয়ন ছাড়াই ভুয়া তথ্য দিয়ে বাজারজাত করছিলেন। তিনি ৩,২৫০ টাকা কেজি দরে বীজ কিনে ৯,০০০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন এবং বীজের প্যাকেটে ভুয়া মেয়াদসহ অসত্য তথ্য প্রদান করছিলেন। এ অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো: শাহীন ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে, সে বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয়

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

 

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

 

মাগুরা প্রতিনিধি

 

আজ রবিবার (৭ সেপ্টেম্বর)২০২৫ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক ও মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে নতুন বাজারে মেসার্স বিপ্লব ট্রেডার্স নামক বীজ ও সারের দোকানে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বীজ জব্দ করা হয়। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি ও ভাউচার প্রদান না করাসহ নানা অনিয়মের কারণে দোকানটির মালিক বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

এছাড়া ঢাকা রোডে মেসার্স অজয় বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় কৃষকের সঙ্গে প্রতারণার প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটির মালিক বাবুল সরকার বিভিন্ন জায়গা থেকে পেয়াজের বীজ সংগ্রহ করে টেস্ট রিপোর্ট ও বীজ অফিসের প্রত্যয়ন ছাড়াই ভুয়া তথ্য দিয়ে বাজারজাত করছিলেন। তিনি ৩,২৫০ টাকা কেজি দরে বীজ কিনে ৯,০০০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন এবং বীজের প্যাকেটে ভুয়া মেয়াদসহ অসত্য তথ্য প্রদান করছিলেন। এ অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো: শাহীন ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে, সে বিষয়ে সতর্ক করা হয়।

ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।