, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলামকে জেলা প্রশাসনের বিদায়ী শুভেচ্ছা মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শালিখায় সিএনআরএস এর সহযোগিতায় ব্রি-৮৮ ধান বীজ বিতরণ অনুষ্ঠান মাগুরার মহম্মদপুরে নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ে তিন প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মাগুরায় পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার মহম্মদপুরে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক মাগুরায় শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ মাগুরা শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় জেলা পরিষদের চেক বিতরণ: ৩৯ জন অসহায় পেলেন এককালীন আর্থিক অনুদান নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৯ পড়া হয়েছে

 

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন: “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

মাগুরা প্রতিনিধি

 

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

৮ সেপ্টেম্বর ২০২৫সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। রঙিন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। র‍্যালিটি শহরের ভায়নার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সাক্ষরতার গুরুত্ব বহুগুণে বেড়েছে। শুধু লেখাপড়া জানা নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করাও সাক্ষরতার মূল উপাদান হয়ে উঠেছে। নতুন প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম বলেন, “ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তি নির্ভর শিক্ষা অপরিহার্য। প্রত্যেককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারেও দক্ষ করতে হবে। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে শিক্ষকরা অভিভাবক ও সমাজের দায়িত্বের কথা তুলে ধরে সাক্ষরতার হার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরাও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, তারা প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নিতে চায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলামকে জেলা প্রশাসনের বিদায়ী শুভেচ্ছা

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

 

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন: “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

মাগুরা প্রতিনিধি

 

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

৮ সেপ্টেম্বর ২০২৫সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। রঙিন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। র‍্যালিটি শহরের ভায়নার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সাক্ষরতার গুরুত্ব বহুগুণে বেড়েছে। শুধু লেখাপড়া জানা নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করাও সাক্ষরতার মূল উপাদান হয়ে উঠেছে। নতুন প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম বলেন, “ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তি নির্ভর শিক্ষা অপরিহার্য। প্রত্যেককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারেও দক্ষ করতে হবে। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে শিক্ষকরা অভিভাবক ও সমাজের দায়িত্বের কথা তুলে ধরে সাক্ষরতার হার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরাও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, তারা প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নিতে চায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।