

নাকোল রাইচরণ হাই স্কুলের প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার
মাগুরা প্রতিনিধি
মাগুরার নাকোল রাইচরণ হাই স্কুলের প্রধান শিক্ষক মনির হোসেন রোমান প্রকাশ্যে একদল দুর্বৃত্তের নৃশংস হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালের ৬ষ্ঠ তলার পশ্চিম পাশের ১০ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালচাঁদ বিশ্বাস ও সাগর শেখের নেতৃত্বে অন্তর ও জিয়া নামের কয়েকজন হামলাকারী পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটায়। তারা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রধান শিক্ষক রোমানের উপর অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। তবে স্থানীয়দের চিৎকার-চেঁচামেচিতে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কেবিনে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা মনে করেন, একজন শিক্ষকের উপর প্রকাশ্যে এমন হামলা কেবল ঘৃণিত নয়, শিক্ষাঙ্গনের জন্য ভয়ঙ্কর নজিরও তৈরি করছে। এর মাধ্যমে শিক্ষকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
এলাকাবাসী ও অভিভাবক মহল অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তাদের ভাষায়, “শিক্ষক সমাজের আলোকবর্তিকা—তাদের উপর যারা হামলা চালায়, তারা সমাজের চরম শত্রু।”
ঘটনার পর পুলিশ ও প্রশাসন এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলায় জড়িতদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাগুরা জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রধান শিক্ষকের সুস্থতা কামনা করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।











