
মাগুরা সোনার বাংলা হোটেলে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি
মাগুরায় (২১সেপ্টেম্বর রবিবার) ভায়নার মোড়ে অবস্থিত ‘সোনার বাংলা হোটেল’-এ অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযোগ ছিল—দীর্ঘদিন মূল্য তালিকা হালনাগাদ না করা, উন্মুক্ত জায়গায় ধুলাবালি মিশ্রিত খাবার পরিবেশন, ফ্রিজে রাখা পুরনো গ্রিল ও মুরগির চাপ পুনরায় বিক্রি করার চেষ্টা, খোলা মিষ্টিতে মাছি ও তেলাপোকার উপস্থিতি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, স্যাঁতস্যাঁতে ও ময়লা পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষিত সস নষ্ট করে ফেলা। এর পাশাপাশি, হোটেল কর্তৃপক্ষকে প্রায়ই কাস্টমারদের সাথে অশোভন আচরণ করতে দেখা যায় বলে অভিযোগ করেছেন অনেক ভোক্তা।

পূর্বে সতর্ক করা হলেও হোটেল কর্তৃপক্ষের এসব অনিয়ম অব্যাহত থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী হোটেলের মালিক মো: উজির বিশ্বাসকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ। সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারি এবং জেলা পুলিশের একটি দল।
এ ঘটনায় সাধারণ ভোক্তারা মনে করছেন, শুধু জরিমানাই যথেষ্ট নয়—খাবারের নিরাপত্তা ও ভোক্তাদের মর্যাদা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা স্পষ্ট—মানুষের স্বাস্থ্যের সাথে ছিনিমিনি খেলা এবং কাস্টমারদের সাথে খারাপ আচরণ কোনভাবেই বরদাশত করা হবে না।
মাগুরাতে প্রতিনিয়ত এ অভিযান চলমান থাকবে স্বাস্থ্যবিধে মেনে খাদ্যদ্রব্য ব্যবসা না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মূল কথা: যে ব্যবসা মানবজাতিকে ক্যান্সারসহ নানা প্রাণঘাতী রোগের দিকে ঠেলে দেয়, কিংবা গ্রাহকদের সাথে অশোভন ব্যবহার করে, তা কখনোই মঙ্গলজনক হতে পারে না। তাই সচেতন হোন, স্বাস্থ্যসম্মত খাবারের অধিকার ও সম্মানজনক আচরণ আমাদের সকলের কাম্য।











