
মাগুরা মোহাম্মদপুর, ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ৩ অক্টোবর শুক্রবার ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন হাজারো মানুষ। দুর্গাপূজার পরের দিন প্রতি বছর এ প্রতিযোগিতা আয়োজন হয়ে আসছে, যা স্থানীয়দের প্রাণের উৎসবে রূপ নিয়েছে।

নদীর বুকে সারিবদ্ধ নৌকার পালা, মাঝিদের সুরেলা তালে বৈঠা চালানো আর দর্শকদের করতালি ও উল্লাস—সব মিলিয়ে পুরো ঝামা এলাকা উৎসবে ভরে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।
বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,
“গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে নৌকাবাইচের মতো উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষকে একত্রিত করে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।”
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।











