
শ্রীপুরে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশের শিক্ষাঙ্গনে সহিংস রাজনীতি পরিহারের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. টুকু খাঁন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, শ্রীপুর সরকারি কলেজ শাখার সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ, ছাত্রনেতা আব্দুল্লাহ আল ইমাম পুষ্প, যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান ও সোহান বিশ্বাসসহ আরও অনেকে।
এছাড়া কলেজ শাখার নেতা মো. লিমন খাঁন, খন্দকার তালহা উদ্দিন ছান, আরিফুর রহমান, তিতাস হাসান মাহমুদ, নাঈম শেখ, খন্দকার তৌহিদ ইসলাম তনু, মোল্লা সাজিদ, নাহিদ ইসলাম, তানজিল হোসেন, রিফাত বিশ্বাস, আকাশসহ সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড ছিল শিক্ষা প্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাতের এক দৃষ্টান্ত। তাঁরা আবরারের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলের অন্যতম আয়োজক মেহেদী হাসান অন্তর বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়াজ তোলায় নির্মমভাবে শহীদ হন আবরার ফাহাদ। তাঁর আত্মার মাগফেরাত কামনায় আমরা এই আয়োজন করেছি।”
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মদনপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু হুরাইরা জামিল।











