
মাগুরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
সভায় জেলার মোবাইল জুয়া, বাল্যবিবাহ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, অপমৃত্যু রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ রিজভি জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুব আকবর কল্লোল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. সুশান্ত কুমার বিশ্বাস, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন, সহকারী পরিচালক এনএসআই রাজিব হাসান, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যার্ণাজী, শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন ও বিআরটিএ সহকারী পরিচালক মইনুল ইসলাম প্রমুখ।











