
মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
আসন্ন ‘মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫’ ও ‘জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫’ আয়োজন উপলক্ষে ১৩ই অক্টোবর সোমবার বিকেল ৪টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের আয়োজন করে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা।
জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে শহরের নোমানী ময়দানে আট দলীয় প্রথম বিভাগ কাবাডি লীগ অনুষ্ঠিত হবে। একই ধারাবাহিকতায় নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ, যেখানে জেলার ১৬টি ক্লাব অংশগ্রহণ করবে।
এসময় বক্তব্য দেন কাবাডি লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আশিক রহমান, ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং সদ্য যোগদানকৃত জেলা ক্রীড়া কর্মকর্তা বি. এম. সাজিন ইসরাত।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,
> “গত বছর এডহক কমিটি গঠনের পর থেকেই জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত নানা আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় জাতীয় খেলা কাবাডি এবং জনপ্রিয় খেলা ক্রিকেটের লীগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনগুলো সফল হলে ভবিষ্যতে বাস্কেটবলসহ অন্যান্য খেলাও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।”
তিনি মাগুরার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে পৃষ্ঠপোষক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কাবাডি ও ক্রিকেট লীগের লোগো উন্মোচন করা হয়। জেলা প্রশাসক আশা প্রকাশ করেন,
“এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে মাগুরা থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।”
এসময় উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। তাঁরা ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।











