
মাগুরা সদর কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তোজাম্মেল হকের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাগুরা রিপোর্টার্স ইউনিটি ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি এক সংবাদকর্মী উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরের কিছু কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তোজাম্মেল হক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।
রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন, “তথ্য জানতে চাওয়া সাংবাদিককে ভয় দেখানো গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।” তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
অনুসন্ধানে জানা গেছে, তোজাম্মেল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ রয়েছে। কৃষক ও উদ্যোক্তাদের অভিযোগ—তিনি কৃষি উপকরণ ও পরামর্শ প্রদানে গাফিলতি করছেন এবং অনেক সময় দুর্ব্যবহার করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে যশোর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস অভিযোগের সত্যতা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে জেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিন পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন, যেখানে বলা হয়— তোজাম্মেল হককে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা তোজাম্মেল হক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।











