
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫-এর ফাইনালে চ্যাম্পিয়ন যশোর
মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শিরোপা নির্ধারণী ম্যাচ
এ কে এম মাজেদুল আলম( ইভান)। মাগুরা
মাগুরা জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ। ফাইনালে যশোর জেলা একাদশ ১–০ গোলে খুলনা জেলা একাদশকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন, মাগুরার সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জনাব শরিফ আজিজুল হাসান মোহন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী যশোর দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় জেলা প্রশাসক বলেন, “মাগুরা সবসময়ই খেলাধুলা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ক্রীড়া একটি শক্তিশালী মাধ্যম। প্রশাসন ভবিষ্যতেও ক্রীড়া উন্নয়নে পাশে থাকবে।”
ফাইনাল ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে বিপুল দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল উৎসবের আমেজ ও ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস।

প্রকাশক ও সম্পাদক- এ কে এম মাজেদুল আলম (ইভান) 










