
মাগুরা শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এ কে এম মাজেদুল আলম (ইভান) মাগুরা:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা শেষে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুরুল আলম মঞ্জু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী শাহানা ফেরদৌস হ্যাপি, সাবেক সাধারণ সম্পাদক উম্মে কুলছুম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক, সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, সদস্য সচিব জহুরুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কে. এম. রোমানুর রহমান (বিপ্লব), সদস্য সচিব মঈনুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সি জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন ও সদস্য সচিব হেমায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. লিমন খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে সমাপনী বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন সকল নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রকাশক ও সম্পাদক :- এ কে এম মাজেদুল আলম (ইভান) 








