

মাগুরা মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা
মারজান ৷ মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সার, কীটনাশক, বীজ, ফার্মেসি, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে মেসার্স সাহা ট্রেডার্স-এ মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। এছাড়া সারের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং সারসহ অন্যান্য পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদান না করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স খাজুরা স্টোরকে সার বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান না করা এবং র্যাকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ধারায় মেসার্স সাহা ফার্মেসিকে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বাণিজ্যিকভাবে বিক্রয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ সংরক্ষণের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক,এ কে এম মাজেদুল আলম (ইভান) 















