, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল মাগুরায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও প্রচারণা সামগ্রী অপসারণ মাগুরা সদরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড আদায় হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বহুগুণ বৃদ্ধির প্রতিবাদে মাগুরা পৌর প্রশাসকের কাছে বণিক সমিতির স্মারকলিপি মাগুরা নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা মাগুরা মহম্মদপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, এক আসামি গ্রেপ্তার মাগুরায় নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন: মুসলিম সুইটসকে ৩৫ হাজার টাকা জরিমানা, ৩ দিনের জন্য কারখানা জানাজা যখন রাজনীতি বলে: মুজিব, জিয়া ও হাদির বিদায়ে রাষ্ট্র ও জনমানস মাগুরায় অগ্নিসংযোগের রহস্য উন্মোচন: প্রযুক্তিনির্ভর অভিযানে মাগুরায় তিনজন গ্রেপ্তার

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই সার বিক্রেতাকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই সারবিক্রেতাকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

 

ইমরোজুল ইসলাম (মোহাম্মদপুর) মাগুরা ৷

 

আজ সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলা এ অভিযানে সার-কীটনাশক, বীজ, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেশ কয়েকটি দোকান তদারকি করা হয়।

অভিযানে মেসার্স মিলন এন্টারপ্রাইজ নামের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠানে গিয়ে বেরিয়ে আসে একের পর এক অনিয়ম। কৃষক ও সাব ডিলারদের অভিযোগ ছিল—ডিলার বেশি দামে সার বিক্রি করেন, সঠিক ভাউচার দেন না, এবং দোকান খোলেন দুপুর ১২টার পর। যাচাই-বাছাই করে অভিযোগ সত্য পাওয়া যায়।

বিক্রয় রেজিস্টার পরীক্ষা করে দেখা যায়—বেশি দামে সার বিক্রি, ভাউচার জালিয়াতি এবং কৃষকদের নামে মনগড়া ভাউচার তৈরি করা হয়েছে। গোপালপুরের কৃষক তবিবারের সঙ্গে ফোনে কথা বলে জানা যায়, তিনি আগের দিন ৪ বস্তা ডিএপি সার ১৩৫০ টাকা দরে কিনলেও তাকে কোনো ভাউচার দেওয়া হয়নি। অথচ রেজিস্টারে তার নামে অন্য সার সরকারি মূল্যে দেখানো হয়েছে। একইভাবে লক্ষ্মীপুরের কৃষক রাতুলের ক্ষেত্রেও সার পরিমাণ নিয়ে ভাউচারে জালিয়াতির তথ্য পাওয়া যায়।

এছাড়া দোকানের র‍্যাক থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। এসব অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫১ ধারায় ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অপর এক সাব-ডিলার মেসার্স বিশ্বাস ট্রেডার্স-কে ক্রয়-বিক্রয় ভাউচার না রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির কারণে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

দুই প্রতিষ্ঠানকে মোট ১,৫৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও তদারকি করা হয় এবং সকলকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহায়তায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তার অধিকার রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়

নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই সার বিক্রেতাকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই সারবিক্রেতাকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

 

ইমরোজুল ইসলাম (মোহাম্মদপুর) মাগুরা ৷

 

আজ সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলা এ অভিযানে সার-কীটনাশক, বীজ, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেশ কয়েকটি দোকান তদারকি করা হয়।

অভিযানে মেসার্স মিলন এন্টারপ্রাইজ নামের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠানে গিয়ে বেরিয়ে আসে একের পর এক অনিয়ম। কৃষক ও সাব ডিলারদের অভিযোগ ছিল—ডিলার বেশি দামে সার বিক্রি করেন, সঠিক ভাউচার দেন না, এবং দোকান খোলেন দুপুর ১২টার পর। যাচাই-বাছাই করে অভিযোগ সত্য পাওয়া যায়।

বিক্রয় রেজিস্টার পরীক্ষা করে দেখা যায়—বেশি দামে সার বিক্রি, ভাউচার জালিয়াতি এবং কৃষকদের নামে মনগড়া ভাউচার তৈরি করা হয়েছে। গোপালপুরের কৃষক তবিবারের সঙ্গে ফোনে কথা বলে জানা যায়, তিনি আগের দিন ৪ বস্তা ডিএপি সার ১৩৫০ টাকা দরে কিনলেও তাকে কোনো ভাউচার দেওয়া হয়নি। অথচ রেজিস্টারে তার নামে অন্য সার সরকারি মূল্যে দেখানো হয়েছে। একইভাবে লক্ষ্মীপুরের কৃষক রাতুলের ক্ষেত্রেও সার পরিমাণ নিয়ে ভাউচারে জালিয়াতির তথ্য পাওয়া যায়।

এছাড়া দোকানের র‍্যাক থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। এসব অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫১ ধারায় ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অপর এক সাব-ডিলার মেসার্স বিশ্বাস ট্রেডার্স-কে ক্রয়-বিক্রয় ভাউচার না রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির কারণে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

দুই প্রতিষ্ঠানকে মোট ১,৫৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও তদারকি করা হয় এবং সকলকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহায়তায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তার অধিকার রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।