
শহিদ বুদ্ধিজীবী দিবসে মাগুরায় শ্রদ্ধা নিবেদন
মাগুর প্রতিনিধি:
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার সকালে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকাল ১০টায় নোমানি ময়দান সংলগ্ন বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা প্রশাসক মাগুরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাগুরাসহ জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। পাশাপাশি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের অবদান জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের চিন্তা, চেতনা ও আদর্শ অনুসরণ করেই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানটি শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

প্রকাশক ও সম্পাদক : এ কে এম মাজেদুল আলম (ইভান) 















