
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মাগুরায় সব ধরনের উৎসব ও আয়োজন স্থগিত
নতুন বছর উদযাপনে আলোকসজ্জা, পটকা ও ফানুস না করার অনুরোধ জেলা প্রশাসনের
মাগুরা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সরকার ঘোষিত তিন (০৩) দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সারাদেশের ন্যায় মাগুরা জেলাতেও সরকারি ছুটি ও শোক পালন করা হয়েছে। আগামীকাল ও পরশুদিন যথাক্রমে রাষ্ট্রীয় শোক পালিত হবে।
রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান ও সংহতি প্রকাশের অংশ হিসেবে মাগুরা জেলায় সকল প্রকার সরকারি ও বেসরকারি অনুষ্ঠান, উৎসব ও আনুষ্ঠানিকতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, আজ রাত ১২টা অতিক্রমের মাধ্যমে খ্রিস্টীয় নতুন বছরের সূচনা হবে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে সাংঘর্ষিক কোনো ধরনের উৎসব, আনন্দ আয়োজন বা আলোকসজ্জা না করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
এছাড়া অসুস্থ ব্যক্তি, শিশু ও বয়স্কদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বক্ষণ তৎপর রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জন-উৎপাত বা পাবলিক নুইসেন্স সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সকলের সচেতনতা, সংযম ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছে মাগুরা জেলা প্রশাসন।

প্রকাশক ও সম্পাদক : এ কে এম মাজেদুল আলম (ইভান) 








