, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

মাগুরার আলমখালীর সড়ক দুর্ঘটনায় উদ্ধারকৃত মালামাল স্বজনদের কাছে ফেরত দিল ফায়ার সার্ভিস

  • প্রকাশের সময় : ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৪৬৫ পড়া হয়েছে

 

 

মাগুরার আলমখালীর সড়ক দুর্ঘটনায় উদ্ধারকৃত মালামাল স্বজনদের কাছে ফেরত দিল ফায়ার সার্ভিস

 

মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন মাগুরা ফায়ার সা র্ভিসের

 

মাগুরা প্রতিনিধি

মাগুরার রামনগর ঢাল ব্রিজে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় স্বজনদের কাছে ফেরত দিয়েছে মাগুরা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

গত ১৩ জুলাই ২০২৫ (শনিবার) মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকার রামনগর ঢাল ব্রিজ সংলগ্ন স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাগুরা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মোবাইল ফোন, আহতদের ব্যাগ, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী সযত্নে সংরক্ষণ করেন।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রমাণপত্র যাচাই করে উদ্ধারকৃত এসব সামগ্রী স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। মালামাল ফেরত পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

ভুক্তভোগীদের কেউ কেউ জানান, “জীবনের দুঃসহ মুহূর্তে এই সহযোগিতা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের হারিয়ে যাওয়া জিনিসগুলো ফেরত পাওয়াটা এক ধরনের মানসিক শান্তি দিয়েছে।”

জনগণের সেবায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রতিটি দুর্যোগ মুহূর্তে তারা শুধু আগুন নেভাতেই নয়, বরং মানুষকে বাঁচানো ও মানবিক সহায়তায়ও এগিয়ে আসে — এটাই তাদের প্রকৃত পরিচয়।

 

জনপ্রিয়

মাগুরার আলমখালীর সড়ক দুর্ঘটনায় উদ্ধারকৃত মালামাল স্বজনদের কাছে ফেরত দিল ফায়ার সার্ভিস

প্রকাশের সময় : ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

 

মাগুরার আলমখালীর সড়ক দুর্ঘটনায় উদ্ধারকৃত মালামাল স্বজনদের কাছে ফেরত দিল ফায়ার সার্ভিস

 

মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন মাগুরা ফায়ার সা র্ভিসের

 

মাগুরা প্রতিনিধি

মাগুরার রামনগর ঢাল ব্রিজে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় স্বজনদের কাছে ফেরত দিয়েছে মাগুরা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

গত ১৩ জুলাই ২০২৫ (শনিবার) মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকার রামনগর ঢাল ব্রিজ সংলগ্ন স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাগুরা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মোবাইল ফোন, আহতদের ব্যাগ, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী সযত্নে সংরক্ষণ করেন।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রমাণপত্র যাচাই করে উদ্ধারকৃত এসব সামগ্রী স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। মালামাল ফেরত পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

ভুক্তভোগীদের কেউ কেউ জানান, “জীবনের দুঃসহ মুহূর্তে এই সহযোগিতা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের হারিয়ে যাওয়া জিনিসগুলো ফেরত পাওয়াটা এক ধরনের মানসিক শান্তি দিয়েছে।”

জনগণের সেবায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রতিটি দুর্যোগ মুহূর্তে তারা শুধু আগুন নেভাতেই নয়, বরং মানুষকে বাঁচানো ও মানবিক সহায়তায়ও এগিয়ে আসে — এটাই তাদের প্রকৃত পরিচয়।