
প্রেস রিলিজ
গভীর শোক প্রকাশ
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত প্রাণহানি ২০ জন ছাড়িয়ে গেছে এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন—এ মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ.এন. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির।
এক যৌথ বিবৃতিতে তাঁরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসাথে তাঁরা আহতদের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় রক্ত সংস্থানের বিষয়টি জরুরি উল্লেখ করে মাগুরা রিপোর্টার্স ইউনিটির জেলা ও উপজেলা পর্যায়ের সকল শাখার সদস্যদের ব্লাড সংগ্রহ ও সরবরাহে সক্রিয় সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
বার্তা প্রেরক:
মোঃ মইনুর রহমান পলিন
দপ্তর সম্পাদক
মাগুরা রিপোর্টার্স ইউনিট।
০১৭১৪-৮৩৬২৬২