
মাগুরায় পণ্য বাকিতে নিয়ে সটকে পড়া নারী প্রতারকের কাণ্ড/
দোকান মালিকের তৎপরতায় উদ্ধার
মাগুরা প্রতিনিধি:
মাগুরা শহরের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভুয়া পরিচয়ে পণ্য বাকিতে নিয়ে সটকে পড়া এক নারী প্রতারকের ঘটনা স্থানীয় মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা গেছে, গতকাল (২১ জুলাই) সকাল ১০টার দিকে শহরের সৈয়দ আতর আলী সড়কে সিঙ্গার ইলেকট্রনিক্সের বিপরীতে অবস্থিত সিঙ্গাপুর ইলেকট্রনিক্স নামক দোকানে এসে ওই নারী নিজেকে স্থানীয় বাসিন্দা এবং পুরাতন বাজারে মুরগি ব্যবসায়ী আজাদের স্ত্রী পরিচয় দিয়ে ইলেকট্রনিক পণ্য বাকিতে সংগ্রহ করেন।
পরে একই দিন সন্ধ্যায় তিনি পুনরায় দোকানে এসে আরও কিছু পণ্য অন্য পরিচয়ে বাকিতে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দোকান মালিক সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং কথাবার্তায় অসংগতি পেয়ে তাকে আটকে রাখা হয়।
পরে দোকান মালিক স্বামী পরিচয়ে দেওয়া ট্রাকচালক মিরাজ ও তার পিতা ছাবুলের মোবাইল নম্বরে যোগাযোগ করলে তারা দোকানে না এসে প্রতারক নারীর শাশুড়িকে পাঠান। তিনি এসে মালামাল ফেরত দিয়ে পুত্রবধূকে পরিচয় দিয়ে উদ্ধার করে নিয়ে যান।
জানা যায়, ওই নারীর বর্তমান ঠিকানা মাগুরা পুলিশ লাইনের পাশে একটি ভাড়া বাসা। তার স্বামী মিরাজ এবং শ্বশুর ছাবুল মাগুরার ইছাখাদা এলাকার বাসিন্দা। পরবর্তীতে আরও জানা যায়, এই নারী বিভিন্ন সময়ে আতর আলী রোডে বাপ্পা কনফেকশনারি সহ বিভিন্ন এলাকায় ভিন্ন পরিচয়ে গিয়ে একইভাবে পণ্য বাকিতে নিয়ে প্রতারণা করে করেছেন ।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন প্রতারণা চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।