, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

মাগুরায় “সবুজ উৎসব-২০২৫” পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
  • ২৪৮ পড়া হয়েছে

 

মাগুরায় “সবুজ উৎসব-২০২৫” পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

 

 

এ কে এম মাজেদুল আলম (ইভান) মাগুরা :

 

আজ ১৩ আগস্ট ২০২৫, বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “সবুজ উৎসব-২০২৫” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় “জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপণ পদক-২০২৫”।

মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল—

“মরুরে চাহিনা,

চাহি বৃক্ষরে নেব কিশলয় ঠায়,

কচি সবুজের উৎসব আজ মোহনীয় মাগুরায়”।
নতুন বাংলাদেশের স্মরণীয় জুলাই মাসের ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সরকারি ও বেসরকারি ৮০ জন প্রতিযোগী/ প্রতিষ্ঠান  অংশ নেয়। শর্ত ছিল— নিজ উদ্যোগে ও নিজ দায়িত্বে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে মাগুরাকে সবুজে ঘেরা একটি জেলার রূপে গড়ে তোলা। প্রতিযোগিতার ভিত্তিতে সেরা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মো. হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা বিভাগ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাগুরার সব থানার নির্বাহী কর্মকর্তা, এডিসি জেনারেল, সিভিল সার্জন, প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিচালকবৃন্দ, মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে, কোনো জমি খালি না রেখে মানবকল্যাণে অপরিহার্য উপাদান বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করেন এবং এই কর্মসূচিকে সমগ্র বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডিসি (রেভিনিউ) জনাব মাহাবুবুল হক।

জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপণ পদক-২০২৫ বিজয়ীদের তালিকা ;

1. সেরা প্রতিষ্ঠান (সরকারি) : সিভিল সার্জন অফিস, মাগুরা

2. সেরা প্রতিষ্ঠান (বেসরকারি) : প্রেসক্লাব, মাগুরা

3. সেরা শিক্ষা প্রতিষ্ঠান (প্রাথমিক) : কুমর কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়পাড়া, শালিখা, মাগুরা

4. সেরা শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক) : আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা

5. সেরা সংগঠন (সামাজিক/সংস্কৃতি/ক্রীড়া/স্বেচ্ছাসেবী) : প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থা (P.D.S), শ্রীপুর, মাগুরা

6. ব্যক্তি পর্যায়ে সেরা বৃক্ষপ্রেমী : আশীষ কুমার দে মন্ডল, কাঠালবাড়িয়া, বুনাগাতী, শালিখা, মাগুরা

7. সেরা কন্টেন্ট ক্রিয়েটর : সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন (মাগুরা নিউজ টিভি), কাউন্সিলপাড়া, মাগুরা

জনপ্রিয়

মাগুরায় “সবুজ উৎসব-২০২৫” পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ আগস্ট ২০২৫

 

মাগুরায় “সবুজ উৎসব-২০২৫” পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

 

 

এ কে এম মাজেদুল আলম (ইভান) মাগুরা :

 

আজ ১৩ আগস্ট ২০২৫, বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “সবুজ উৎসব-২০২৫” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় “জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপণ পদক-২০২৫”।

মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল—

“মরুরে চাহিনা,

চাহি বৃক্ষরে নেব কিশলয় ঠায়,

কচি সবুজের উৎসব আজ মোহনীয় মাগুরায়”।
নতুন বাংলাদেশের স্মরণীয় জুলাই মাসের ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সরকারি ও বেসরকারি ৮০ জন প্রতিযোগী/ প্রতিষ্ঠান  অংশ নেয়। শর্ত ছিল— নিজ উদ্যোগে ও নিজ দায়িত্বে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে মাগুরাকে সবুজে ঘেরা একটি জেলার রূপে গড়ে তোলা। প্রতিযোগিতার ভিত্তিতে সেরা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মো. হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা বিভাগ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাগুরার সব থানার নির্বাহী কর্মকর্তা, এডিসি জেনারেল, সিভিল সার্জন, প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিচালকবৃন্দ, মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে, কোনো জমি খালি না রেখে মানবকল্যাণে অপরিহার্য উপাদান বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করেন এবং এই কর্মসূচিকে সমগ্র বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডিসি (রেভিনিউ) জনাব মাহাবুবুল হক।

জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপণ পদক-২০২৫ বিজয়ীদের তালিকা ;

1. সেরা প্রতিষ্ঠান (সরকারি) : সিভিল সার্জন অফিস, মাগুরা

2. সেরা প্রতিষ্ঠান (বেসরকারি) : প্রেসক্লাব, মাগুরা

3. সেরা শিক্ষা প্রতিষ্ঠান (প্রাথমিক) : কুমর কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়পাড়া, শালিখা, মাগুরা

4. সেরা শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক) : আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা

5. সেরা সংগঠন (সামাজিক/সংস্কৃতি/ক্রীড়া/স্বেচ্ছাসেবী) : প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থা (P.D.S), শ্রীপুর, মাগুরা

6. ব্যক্তি পর্যায়ে সেরা বৃক্ষপ্রেমী : আশীষ কুমার দে মন্ডল, কাঠালবাড়িয়া, বুনাগাতী, শালিখা, মাগুরা

7. সেরা কন্টেন্ট ক্রিয়েটর : সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন (মাগুরা নিউজ টিভি), কাউন্সিলপাড়া, মাগুরা