, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল মাগুরায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও প্রচারণা সামগ্রী অপসারণ মাগুরা সদরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড আদায় হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বহুগুণ বৃদ্ধির প্রতিবাদে মাগুরা পৌর প্রশাসকের কাছে বণিক সমিতির স্মারকলিপি মাগুরা নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা মাগুরা মহম্মদপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, এক আসামি গ্রেপ্তার মাগুরায় নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন: মুসলিম সুইটসকে ৩৫ হাজার টাকা জরিমানা, ৩ দিনের জন্য কারখানা জানাজা যখন রাজনীতি বলে: মুজিব, জিয়া ও হাদির বিদায়ে রাষ্ট্র ও জনমানস

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত মাগুরায়

  • প্রকাশের সময় : ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
  • ৪৫৬ পড়া হয়েছে

 

 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত মাগুরায়।

 

মাগুরা প্রতিনিধি,

 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসক বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা জেলা পরিষদ চত্বর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।

আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাছ উৎপাদনে আজ আমরা স্বয়ংসম্পূর্ণ। এ সাফল্য ধরে রাখতে অভয়াশ্রম অত্যন্ত জরুরি। শীঘ্রই জেলার একটি জলাশয়ে এক কিলোমিটার এলাকাজুড়ে অভয়াশ্রম তৈরি করা হবে, যাতে দেশি মাছের প্রকৃতি পুনরুদ্ধার হয়।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাছ চাষ, পোনা উৎপাদন ও সেরা সংগঠন—এই তিনটি ক্যাটাগরিতে জেলার সেরা তিনজন/সংগঠনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে জেলার মৎস্যজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত মাগুরায়

প্রকাশের সময় : ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫

 

 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত মাগুরায়।

 

মাগুরা প্রতিনিধি,

 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসক বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা জেলা পরিষদ চত্বর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।

আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাছ উৎপাদনে আজ আমরা স্বয়ংসম্পূর্ণ। এ সাফল্য ধরে রাখতে অভয়াশ্রম অত্যন্ত জরুরি। শীঘ্রই জেলার একটি জলাশয়ে এক কিলোমিটার এলাকাজুড়ে অভয়াশ্রম তৈরি করা হবে, যাতে দেশি মাছের প্রকৃতি পুনরুদ্ধার হয়।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাছ চাষ, পোনা উৎপাদন ও সেরা সংগঠন—এই তিনটি ক্যাটাগরিতে জেলার সেরা তিনজন/সংগঠনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে জেলার মৎস্যজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।