, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

সম্প্রচার

  • প্রকাশের সময় : ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ২৭৪ পড়া হয়েছে

শহীদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

এইচ,এন কামরুল ইসলাম মাগুরা।

মাগুরার ইতিহাসে আত্মত্যাগের এক গৌরবময় নাম শহীদ রাব্বি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ২০২৪ সালের ৪ আগস্ট প্রতিপক্ষের গুলিতে নিহত হন তিনি। শহীদ রাব্বির স্মৃতিকে অমর করে রাখতে এবার মাগুরায় অনুষ্ঠিত হলো তাঁর নামে একটি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

রবিবার ০৬-০৭-২০২৫ দুপুর ২টায় ঐতিহাসিক নোমানী ময়দানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক পিকুল খান।

শহীদ রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সাহস, ত্যাগ ও নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা বলেন,রাব্বির রক্ত বৃথা যেতে পারে না। তাঁর আদর্শকে ধরে রাখতেই আজকের এই টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সংগঠিত করে আমরা রাব্বির স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।

উল্লেখ্য, শহীদ রাব্বির স্মরণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। পুরো মাসব্যাপী চলবে এই টুর্নামেন্ট। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও প্রতিবছর এই আয়োজন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্ট শুধু একটি খেলার আয়োজন নয়, বরং শহীদ রাব্বির প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা ও সংগ্রামী চেতনার বীজ বপনের এক প্রয়াস।

জনপ্রিয়

সম্প্রচার

প্রকাশের সময় : ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

শহীদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

এইচ,এন কামরুল ইসলাম মাগুরা।

মাগুরার ইতিহাসে আত্মত্যাগের এক গৌরবময় নাম শহীদ রাব্বি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ২০২৪ সালের ৪ আগস্ট প্রতিপক্ষের গুলিতে নিহত হন তিনি। শহীদ রাব্বির স্মৃতিকে অমর করে রাখতে এবার মাগুরায় অনুষ্ঠিত হলো তাঁর নামে একটি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

রবিবার ০৬-০৭-২০২৫ দুপুর ২টায় ঐতিহাসিক নোমানী ময়দানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক পিকুল খান।

শহীদ রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সাহস, ত্যাগ ও নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা বলেন,রাব্বির রক্ত বৃথা যেতে পারে না। তাঁর আদর্শকে ধরে রাখতেই আজকের এই টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সংগঠিত করে আমরা রাব্বির স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।

উল্লেখ্য, শহীদ রাব্বির স্মরণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। পুরো মাসব্যাপী চলবে এই টুর্নামেন্ট। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও প্রতিবছর এই আয়োজন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্ট শুধু একটি খেলার আয়োজন নয়, বরং শহীদ রাব্বির প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা ও সংগ্রামী চেতনার বীজ বপনের এক প্রয়াস।