, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

  • প্রকাশের সময় : ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫
  • ২৬৫ পড়া হয়েছে

 

মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

 

মাগুরা প্রতিনিধি।।

 

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ অক্টোবর ২০২৫, বুধবার মাগুরায় শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।

 

বুধবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বনায়ন জোন, মাগুরার সহযোগিতায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সহকারী বন সংরক্ষক (সামাজিক বনায়ন জোন, মাগুরা) খন্দকার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শামীম কবিরসহ বন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

দুই সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রয়ের পাশাপাশি সচেতনতামূলক আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বনায়নের কোনও বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

 

বক্তারা বলেন, সবুজবেষ্টিত টেকসই বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

জনপ্রিয়

মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

প্রকাশের সময় : ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫

 

মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

 

মাগুরা প্রতিনিধি।।

 

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ অক্টোবর ২০২৫, বুধবার মাগুরায় শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।

 

বুধবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বনায়ন জোন, মাগুরার সহযোগিতায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সহকারী বন সংরক্ষক (সামাজিক বনায়ন জোন, মাগুরা) খন্দকার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শামীম কবিরসহ বন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

দুই সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রয়ের পাশাপাশি সচেতনতামূলক আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বনায়নের কোনও বিকল্প নেই। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

 

বক্তারা বলেন, সবুজবেষ্টিত টেকসই বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।