, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল মাগুরায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও প্রচারণা সামগ্রী অপসারণ মাগুরা সদরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড আদায় হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বহুগুণ বৃদ্ধির প্রতিবাদে মাগুরা পৌর প্রশাসকের কাছে বণিক সমিতির স্মারকলিপি মাগুরা নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা মাগুরা মহম্মদপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, এক আসামি গ্রেপ্তার মাগুরায় নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন: মুসলিম সুইটসকে ৩৫ হাজার টাকা জরিমানা, ৩ দিনের জন্য কারখানা জানাজা যখন রাজনীতি বলে: মুজিব, জিয়া ও হাদির বিদায়ে রাষ্ট্র ও জনমানস

দক্ষিণ মাগুরায় বিএনপির মহাসমাবেশ

  • প্রকাশের সময় : ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
  • ৫৪০ পড়া হয়েছে

দক্ষিণ মাগুরায় বিএনপির মহাসমাবেশ

 

ধানের শীষই আগামী দিনের মুক্তির প্রতীক: কাজী সলিমুল হক কামাল

 

মোঃ মইনুর রহমান (পলিন) মাগুরা।

 

দক্ষিণ মাগুরায় বিএনপির আয়োজিত গণসংবর্ধনা ও মহাসমাবেশে জনস্রোতে ভরে যায় শত্রুজিৎপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের তিনবারের সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল। সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক যুবদল নেতা মো. জাফর ইকাল।

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, তিনি কোনো গ্রুপিংয়ের রাজনীতি করতে আসেননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই কাজ করবেন। তবে তিনি অভিযোগ করেন, নিতাই রায় চৌধুরী অতীতে সুবিধাভোগ করলেও দলের সংকটে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

প্রধান অতিথি কাজী সলিমুল হক কামাল বলেন, “আমাদের দলে কোনো বিভাজন নেই। আমাদের একটাই পরিচয়—বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি। দল যাকেই মনোনীত করবে, আমরা তাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিজয়ী করব।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সমর্থন করা সাধারণ মানুষকেও বিচ্ছিন্ন রাখা যাবে না, তারাও আমাদের লোক। সম্মান দিয়ে তাদের ফেরাতে হবে।”

কাজী কামাল ও নয়ন উভয়েই ঘোষণা দেন,আমাদের ব্যক্তিগতদলীয় মনোনয়ন প্রতিযোগিতা থাকলেও দলের মনোনীত প্রার্থীর পক্ষে একযোগে কাজ করবেন।

সমাবেশে হাজারো নেতাকর্মী ও জনসাধারণের ঢল নামে। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ।

এ সময় বক্তব্য দেন জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, শ্রমিক দল সভাপতি আব্দুর রশিদ, সদর থানা যুবদল সভাপতি কুতুব উদ্দিন রানা এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ।

জনপ্রিয়

দক্ষিণ মাগুরায় বিএনপির মহাসমাবেশ

প্রকাশের সময় : ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

দক্ষিণ মাগুরায় বিএনপির মহাসমাবেশ

 

ধানের শীষই আগামী দিনের মুক্তির প্রতীক: কাজী সলিমুল হক কামাল

 

মোঃ মইনুর রহমান (পলিন) মাগুরা।

 

দক্ষিণ মাগুরায় বিএনপির আয়োজিত গণসংবর্ধনা ও মহাসমাবেশে জনস্রোতে ভরে যায় শত্রুজিৎপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের তিনবারের সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল। সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক যুবদল নেতা মো. জাফর ইকাল।

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, তিনি কোনো গ্রুপিংয়ের রাজনীতি করতে আসেননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই কাজ করবেন। তবে তিনি অভিযোগ করেন, নিতাই রায় চৌধুরী অতীতে সুবিধাভোগ করলেও দলের সংকটে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

প্রধান অতিথি কাজী সলিমুল হক কামাল বলেন, “আমাদের দলে কোনো বিভাজন নেই। আমাদের একটাই পরিচয়—বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি। দল যাকেই মনোনীত করবে, আমরা তাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিজয়ী করব।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সমর্থন করা সাধারণ মানুষকেও বিচ্ছিন্ন রাখা যাবে না, তারাও আমাদের লোক। সম্মান দিয়ে তাদের ফেরাতে হবে।”

কাজী কামাল ও নয়ন উভয়েই ঘোষণা দেন,আমাদের ব্যক্তিগতদলীয় মনোনয়ন প্রতিযোগিতা থাকলেও দলের মনোনীত প্রার্থীর পক্ষে একযোগে কাজ করবেন।

সমাবেশে হাজারো নেতাকর্মী ও জনসাধারণের ঢল নামে। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ।

এ সময় বক্তব্য দেন জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, শ্রমিক দল সভাপতি আব্দুর রশিদ, সদর থানা যুবদল সভাপতি কুতুব উদ্দিন রানা এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ।