, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিলেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল মাগুরায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও প্রচারণা সামগ্রী অপসারণ মাগুরা সদরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড আদায় হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বহুগুণ বৃদ্ধির প্রতিবাদে মাগুরা পৌর প্রশাসকের কাছে বণিক সমিতির স্মারকলিপি মাগুরা নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা মাগুরা মহম্মদপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, এক আসামি গ্রেপ্তার মাগুরায় নোংরা পরিবেশে দই-মিষ্টি উৎপাদন: মুসলিম সুইটসকে ৩৫ হাজার টাকা জরিমানা, ৩ দিনের জন্য কারখানা জানাজা যখন রাজনীতি বলে: মুজিব, জিয়া ও হাদির বিদায়ে রাষ্ট্র ও জনমানস

বিনোদপুর ডিগ্রী কলেজে আবেগঘন বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
  • ৩২৮ পড়া হয়েছে

 

বিনোদপুর ডিগ্রী কলেজে আবেগঘন বিদায় অনুষ্ঠান

 

জারিন তাসনিম আলম(পুষ্পিতা) মাগুরা।

 

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হলো আবেগঘন বিদায় অনুষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে আসা দুই প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে কলেজ প্রাঙ্গণ দিনভর অশ্রুসজল হয়ে ওঠে।

বিদায় নেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং অফিস সহায়ক (আয়া) অঞ্জনা রানী ঘোষ। দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রফিকুল ইসলাম আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আমার কথায় বা কাজে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তবে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” স্বচ্ছতা ও সততার উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, ফরম ফিলাপের দায়িত্ব পালনের সময় জমে থাকা অতিরিক্ত অর্থ কলেজ অধ্যক্ষের কাছে জমা দিয়েছিলেন।

অঞ্জনা রানী ঘোষও জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। তাঁর সরলতা, আন্তরিকতা এবং মাতৃসুলভ ভালোবাসার স্মৃতিতে উপস্থিত অনেকেই চোখের পানি লুকাতে পারেননি।

অধ্যক্ষ মোঃ খায়রুজ্জামান তাঁদের অবদান স্মরণ করে বলেন, “আজ আমরা শুধু দুইজন সহকর্মীকে বিদায় দিচ্ছি না, বরং কলেজের এক অনন্য অধ্যায়ের সমাপ্তি ঘটছে।”

অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নজরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী অতিথিদের সরকারি বেতনের সমপরিমাণ সম্মানী ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

দিনব্যাপী এ বিদায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে ছিল কৃতজ্ঞতা ও শোকের মিশ্র আবেগ। বিনোদপুর কলেজের আকাশ-বাতাসে প্রতিধ্বনিত হয়েছে একটাই অনুভব—বিদায় শুধু দায়িত্ব নয়, এটি হৃদয়ের টান ভাঙার বেদনাও।

জনপ্রিয়

বিনোদপুর ডিগ্রী কলেজে আবেগঘন বিদায় অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

 

বিনোদপুর ডিগ্রী কলেজে আবেগঘন বিদায় অনুষ্ঠান

 

জারিন তাসনিম আলম(পুষ্পিতা) মাগুরা।

 

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হলো আবেগঘন বিদায় অনুষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে আসা দুই প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে কলেজ প্রাঙ্গণ দিনভর অশ্রুসজল হয়ে ওঠে।

বিদায় নেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং অফিস সহায়ক (আয়া) অঞ্জনা রানী ঘোষ। দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রফিকুল ইসলাম আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আমার কথায় বা কাজে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তবে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।” স্বচ্ছতা ও সততার উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, ফরম ফিলাপের দায়িত্ব পালনের সময় জমে থাকা অতিরিক্ত অর্থ কলেজ অধ্যক্ষের কাছে জমা দিয়েছিলেন।

অঞ্জনা রানী ঘোষও জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। তাঁর সরলতা, আন্তরিকতা এবং মাতৃসুলভ ভালোবাসার স্মৃতিতে উপস্থিত অনেকেই চোখের পানি লুকাতে পারেননি।

অধ্যক্ষ মোঃ খায়রুজ্জামান তাঁদের অবদান স্মরণ করে বলেন, “আজ আমরা শুধু দুইজন সহকর্মীকে বিদায় দিচ্ছি না, বরং কলেজের এক অনন্য অধ্যায়ের সমাপ্তি ঘটছে।”

অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নজরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী অতিথিদের সরকারি বেতনের সমপরিমাণ সম্মানী ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

দিনব্যাপী এ বিদায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে ছিল কৃতজ্ঞতা ও শোকের মিশ্র আবেগ। বিনোদপুর কলেজের আকাশ-বাতাসে প্রতিধ্বনিত হয়েছে একটাই অনুভব—বিদায় শুধু দায়িত্ব নয়, এটি হৃদয়ের টান ভাঙার বেদনাও।