
মাগুরা শালিখায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ
মাগুরা প্রতিনিধি
আজ শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকালে মাগুরার শালিখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আমন ধান চাষীদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়।
মোহাম্মদপুর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আব্দুস সোবহান এর উদ্যোগে ১৫ একর জমিতে রোপনযোগ্য আমন ধানের চারা বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আবুল হাসনাত ও কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ কামাল হোসেন।
শালিখার ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন চারা সরবরাহে সহযোগিতা করায় মোহাম্মদপুর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আব্দুস সোবহান ও তাঁর টিমের প্রতি উপস্থিত কৃষকরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।